- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রতিবাদ বিভিন্ন সংগঠনের
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। শনিবার পৃথক বিবৃতি ও সভা-সমাবেশে এসব দল ও সংগঠনের নেতারা বলেছেন, নতুন ভিসা নীতির ঘোষণা বিশ্ব-পরিসরে মার্কিন মোড়লিপানার সর্বশেষ উদাহরণ। জাতীয় নির্বাচন সামনে রেখে এই ভিসা নিষেধাজ্ঞা ও সাম্রাজ্যবাদী তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, নতুন বিশ্ব-পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষে চিলি, বাংলাদেশ, ইরাক ও আফগানিস্তানের মতো দেশে ক্ষমতার পরিবর্তন ঘটানোর অতীতের সক্ষমতা আর নেই। আর তাই তারা এখন ‘স্যাংশন’, ‘ভিসা নীতি’, ‘বাণিজ্যে নিষোধাজ্ঞা’ আরোপের নতুন নতুন কৌশল নিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এর মাধ্যমে বাংলাদেশকেও তারা বাগে আনতে চাচ্ছে। এর সঙ্গে অবাধ, নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার সমুন্নত রাখার কোনো বিষয় নেই। ওয়ার্কার্স পার্টি যুক্তরাষ্ট্রের এসব কূটকৌশলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি ও তার সহযোগীরা ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের’ আশায় এই ভিসা নীতির সমর্থনে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ অতীতে তাদের যেমন প্রত্যাখ্যান করেছে, এবারও করবে। এ দেশের জনগণই অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তার উদাহরণ।
এদিকে, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘অপতৎপরতা’র প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে সিপিবি (মার্কসবাদী)। দলের সভাপতি ডা. এমএ সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা তালেবুল ইসলাম, সামশুল হক সরকার, তারেক ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন