- আন্তর্জাতিক
- লিটনদের ক্যাম্প শুরু কাল, চন্ডিকা আসবেন ৩ জুন
লিটনদের ক্যাম্প শুরু কাল, চন্ডিকা আসবেন ৩ জুন

ছবি: ফাইল (বিবিসি)
জাতীয় দলের সহকারী কোচ থাকায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগের মতো ঢাকায় ফেরার তাড়াহুড়ো নেই। নিক পোথাসের অধীনে ২৯ মে থেকে লিটন কুমার দাসদের ক্যাম্প শুরু করার পরিকল্পনা করা হলেও প্রধান কোচ চন্ডিকা অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন ৩ জুন।
দেরিতে ফিরলেও ক্যাম্পের ছক চন্ডিকারই করা। অনুশীলনের সূচি তৈরি করে কোচিং স্টাফের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছেন তিনি। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পোথাসের মতো পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও আজ ঢাকায় পৌঁছবেন।
স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ট্রেনার নিকোলাস লিও ক্যাম্পের প্রথম দিন থেকেই কাজ করবেন। তবে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ঢাকায় ফিরবেন ৩১ মে। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের ক্যাম্প কাল থেকে শুরু হলেও গতকাল পর্যন্ত টেস্টের স্কোয়াড দেওয়া হয়নি। মুমিনুল হকদের ‘এ’ দলের শেষ ম্যাচে রাখায় টেস্ট দলের সবাই কাল থেকে থাকতে পারবেন না। ম্যাচের
ভেতরে থাকায় মুমিনুলদের অনুশীলনের খুব একটা প্রয়োজন হবে না। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা লাল বলে একাগ্রভাবে অনুশীলন করবেন হয়তো। পেস বোলিং ইউনিটকেও তৈরি হতে হবে আফগান ব্যাটারদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য।
মন্তব্য করুন