বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক প্রচার অব্যাহত রেখেছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করে পার করেছেন আরেকটি দিন। রোববার তিনি সব কর্মসূচিতে প্রচারের অন্যতম হাতিয়ার বানিয়েছেনে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমালোচনাকে। তাঁর নানা কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নৌকা প্রার্থী বলেন, বর্তমান নগরপিতা সবক্ষেত্রে ব্যর্থ। তিনি নগরবাসীর ওপর জুলুম করছেন।

দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় আবুল খায়ের বলেন, বিসিক শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স দিচ্ছে না সিটি করপোরেশন। নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের সাক্ষাৎ পাচ্ছেন না। নাগরিকরা তাঁদের সমস্যার কথা মেয়রকে বলতে পারছেন না। 

বিকেলে ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে তিনি বলেন, অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স বসিয়ে নগরবাসীর ওপর জুলুম করেছেন মেয়র সাদিক। আমি মেয়র নির্বাচিত হলে বরিশালকে ব্যবসাবান্ধব নগরীতে পরিণত করব। হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে নিয়ে আসব।

গ্র্যান্ডপার্ক হোটেলের হলরুমে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। এতে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার ও মশিউর রহমান, ব্যবসায়ী নেতা রেজিন উল কবির, হান্নান মল্লিক, মিজানুর রহমান, যুবলীগ নেতা মাহমুদুল হক মামুন, ফয়সাল আহমেদ মুন্না, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ লিলি, পরিচালক নাজমুন নাহার রিনা প্রমুখ।

এদিকে আবুল খায়েরের সমর্থনে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা গতকাল দুপুরে আদালতপাড়ায় মিছিল করেন। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এর মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কট্টর সমর্থক তালুকদার ইউনুস নৌকার নির্বাচনী প্রচারে অংশ নিলেন।

নির্বাচন পরিচালনা দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, হাসানাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লাহর কট্টর সমর্থকরা ধীরে ধীরে আবুল খায়েরের নির্বাচনী প্রচারে যুক্ত হচ্ছেন।