- আন্তর্জাতিক
- পরিত্যক্ত ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে ২ শিশু আহত
পরিত্যক্ত ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে ২ শিশু আহত

প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় খেলতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার তালসার গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- তালসার গ্রামের সন্টু পাঠানের ছেলে আব্দুল আজিজ বন্ধন (৯) ও খোকন পাঠানের মেয়ে মারিয়া খাতুন (১৩)। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন। এদের মধ্যে মারিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনরা বাড়ি নিয়ে গেলেও বন্ধনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় সন্টু পাঠানের বাড়ির গোয়াল ঘরের সামনে খেলছিল তার ছেলে বন্ধন ও ভাইয়ের মেয়ে মারিয়া। সেখানে টেপ দিয়ে মোড়ানো বল আকৃতির একটি বস্তু পেয়ে তা নিয়ে খেলার এক পর্যায়ে ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়। এতে বন্ধন ও মারিয়া আহত হয়। পরে তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন কুমার ঘোষ জানান, হাসপাতালে আসা আব্দুল আজিজ বন্ধনের পায়ে ককটেলের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্প্লিন্টারগুলো চামড়ার ভেতরে রয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত। অপর শিশু মারিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
আহত বন্ধনের বাবা সন্টু পাঠান জানান, শনিবার রাতে আমার ঘরের ছাদে হঠাৎ ইট পড়ার মত জোরে শব্দ হয়। তখন ঘুম থেকে উঠে কিছু খুঁজে পাইনি। হয়তো তখনই কেউ ককটেলটি ছুড়ে মেরেছিল। কিন্তু বিস্ফোরিত না হয়ে গোয়াল ঘরের পাশে পড়ে ছিল।
এ ছাড়া রোববার ফোনে চাঁদা চেয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে সন্টু বলেন, 'রোববার কোটচাঁদপুরের তালসার বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান সিমেন্টের দোকানে বসেছিলাম। বেলা ১২টার দিকে আমার মোবাইলে এক ব্যক্তি ফোন করে বলে, কিরে তুই এখনও মরিসনি। গতকাল (শনিবার রাতে) তোর বাড়িতে ককটেল মেরেছিলাম। যাই হোক কয়েকদিনের মধ্যে ৫ লাখ টাকা রেডি রাখবি, আমাকে দিতে হবে। এই টাকা না দিলে সপরিবারের তোদের হত্যা করা হবে।'
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন