- আন্তর্জাতিক
- সেতু থেকে বাস খাদে পড়ে ৭ জন নিহত, আহত ১৬
সেতু থেকে বাস খাদে পড়ে ৭ জন নিহত, আহত ১৬

ঝাজ্জার কোটলি এলাকার কাছে জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি- এএনএই।
জম্মুতে বৈষ্ণো দেবী মন্দিরগামী যাত্রীদের বহনকারী একটি বাস সেতু থেকে ছিটকে গভীর খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঝাজ্জার কোটলি এলাকার কাছে জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে বাসটি কাটরার দিকে যাচ্ছিল। বাসে ৭৫ জন যাত্রী ছিল।
জম্মুর ডেপুটি কমিশনার (ডিসি) অবনি লাভাসা জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর, তাদেরকে জম্মুর সরকারি মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অন্য বারো জনকে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন