রাজশাহীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই খালাত ভাইয়ের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে মহানগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। একই এলাকার নিহত নির্ঝর ও অনন্ত নগরীর আজিজুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

পুলিশের জানায়, এদিন দুপুরে স্কুল থেকে ফিরে পুকুরে গোসল করতে যায় তারা। দুইজনের কেউই সাঁতার না জানায় তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে।