- আন্তর্জাতিক
- ৪ জুন থেকে বন্ধ থাকবে সিলেটের পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন
৪ জুন থেকে বন্ধ থাকবে সিলেটের পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন

ফাইল ছবি
সোমবার রাতে বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার সকালে সদর উপজেলার পীরেরবাজার আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশনের কর্মী নাজু ও বাদশা আহত হন। আগে জ্বালানি না দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরদিন ফিলিং স্টেশনের মালিকপক্ষ মামলা করে।
জানা গেছে, সোমবার রাতের বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত ছাড়াও থানার ওসিকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন জ্বালানি ব্যবসায়ীরা।
ফিলিং স্টেশনে হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরও কেন ধর্মঘট ডাকা হয়েছে– এমন প্রশ্নের উত্তরে সংগঠনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ১২ ঘণ্টার মধ্যে আসামিরা জামিন নিয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ আসামিদের সহায়তা করেছে। তা না হলে তারা জামিন পেত না। পাম্প ও ফিলিং স্টেশনের নিরাপত্তা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে।
অভিযোগ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ওসি আবুল খায়ের বলেন, জ্বালানি ব্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী পুলিশ মামলা নিয়েছে। কিন্তু আসামিরা আদালত থেকে জামিন নিলে সে ক্ষেত্রে পুলিশ কী করবে? হামলার ঘটনায় তদন্ত চলছে।
মন্তব্য করুন