দেশে ডলার সংকটের কথা বলে ব্যবসায়ীদের সঙ্গে এলসি ও টিটি খোলার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– আরিফ আবেদীন ওরফে জিসান, অনিক হোসেন, শাওন আহম্মেদ ও নাসিম খান। তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

বুধবার র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, চক্রটি ডলার সংকটের কথা বলে বিদেশ থেকে পণ্য আনার জন্য এলসি ও টিটির টাকা পাঠানোর নামের ভুয়া ব্যাংক স্লিপ দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে। তারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়েও প্রতারণায় জড়িত। এছাড়া পরস্পরে সহযোগিতায় তারা অবৈধ বিটকয়েনের ব্যবসা করতেন বলেও তথ্য পাওয়া গেছে।