সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির দেওয়া আগুনে দগ্ধ শ্যালক আব্দুল কাদের মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। এ ছাড়া কাদেরের অগ্নিদগ্ধ স্ত্রী ও শিশুকন্যা এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আব্দুল কাদের উপজেলার চন্দনপুর গ্রামের আহাদ আলীর ছেলে। 

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের ভাষ্য, গত ২৮ মে রাতে কাদেরের টিনশেডের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার ছোট বোনের স্বামী সবুজ হোসেন। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন আব্দুল কাদের (৩০), তার স্ত্রী শারমিন খাতুন (২৫) এবং সাত বছরের শিশুকন্যা ফাতেমা। পরে তাদের ঢাকায় পাঠানো হয়।

কাদেরের বোন জানায়, তার স্বামী যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর পোড়াবাড়ি এলাকার আব্দুল বারীর ছেলে সবুজ তাকে নির্যাতন করত। এজন্য তিনি স্বামীর ঘর করতে চান না। কিন্তু সবুজ তাকে নিয়ে যাওয়ার জন্য জোর করত। এসব নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আব্দুল কাদেরের বোন সুফিয়া বাদী হয়ে মামলা করেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত সবুজকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এমএইচটি/