- আন্তর্জাতিক
- চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে স্বামী-ছেলেসহ নিহত ৪
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে স্বামী-ছেলেসহ নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার গাংগাইর ব্যোমা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ছাহেরা বেগম (৩৫), স্বামী ময়েন উদ্দিন (৪৫), তাদের একমাত্র ছেলে সন্তান সিয়াম (৬) এবং ভ্যানরিকশা চালক ফরহাদ হোসেন (৩৫)। তারা ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা গ্রামের বাসিন্দা। নিহত ভ্যানচালক ওই গ্রামের দরাজ আলীর ছেলে।
নিহত ময়েন উদ্দিনের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, ঘাটাইল থেকে চিকিৎসা নিয়ে সবাই ভ্যানরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গাংগাইর ব্যোমা বাসস্ট্যান্ড এলাকায় আসার পর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা চার জন প্রাণ হারান।
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাস জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পলাতক রয়েছেন।
মন্তব্য করুন