- আন্তর্জাতিক
- ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
রাসিক নির্বাচন
৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাজশাহী সিটি করপোরেশন। ছবি-সংগৃহীত
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৯ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করে নেন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, ৮ নম্বর ওয়ার্ডের লালমন হোসেন, ১১ নম্বর ওয়ার্ডের হান্নান আলী ও মোয়াজ্জেম হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক, ১৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান, ১৯ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের রায়হানুর রহমান, ২৪ নম্বরের আতিকুর রহমান এবং ২৬ নম্বরের সারোয়ার জাহান।
এতে রাসিক নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১১২ জনে। তবে মেয়র (৪ জন) ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে (৪৬ জন) কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
শুক্রবার বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে। ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন।
/এসএইচ/
মন্তব্য করুন