- আন্তর্জাতিক
- নাটোরের এমপি বকুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নাটোরের এমপি বকুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে প্রধান আসামি করে পাঁচজনের নামে আদালতে হত্যা মামলা হয়েছে। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি বাগাতিপাড়া উপজেলার আইয়ুব আলীকে নির্যাতন করে হত্যার অভিযোগে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন তাঁর স্ত্রী শাহানাজ পারভীন।
নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ জুন আদেশের দিন দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলো– বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে মহিদুল ইসলাম, আব্দুল মজিদ, মাড়িয়া গ্রামের সাজদার রহমানের ছেলে মাইনুল ইসলাম ও মিজানুর রহমান।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন সকালে টাকা পাওনা থাকার কথা বলে এমপি বকুলের নির্দেশে আইয়ুবকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে এমপির বাড়িতে আইয়ুবকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এমপির লোকজন। ওই ঘটনার পর শাহানাজ বাগাতিপাড়া থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তা নেয়নি। এজন্য তিনি আদালতে মামলা করেছেন।
তবে এমপি বকুলের দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে বানোয়াট মামলা করা হয়েছে। ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন না। আইয়ুবের হৃদরোগ ছিল। তিনি তাঁর চিকিৎসার জন্য নিয়মিত সহায়তা করতেন। এ ছাড়া স্ট্রোক করে তাঁর মৃত্যু হয় বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রতিবেদনেও তাই রয়েছে।
আগামী সংসদ নির্বাচনের আগে রাজনৈতিকভাবে হেয় করতে তিন বছর আগের একটি স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন