- আন্তর্জাতিক
- ৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী হলে সিস্টেম বদলে দেব: মিঠুন চক্রবর্তী
৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী হলে সিস্টেম বদলে দেব: মিঠুন চক্রবর্তী

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। ছবি-সমকাল
৬ মাসের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে রাজ্যের পুরো সিস্টেম বদলে দেব বলে জানিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী।
শুক্রবার কলকাতার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মিঠুন চক্রবর্তী বলেন, নিজেকে খুব হতাশ লাগে। মনে হয় রাজ্যের জন্য কিছু করতে পারছি না। পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। দুই একজনকে গ্রেপ্তার করে কিছু হবে না।
গণআন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, যখনই সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে তখনই গণআন্দোলন হয়েছে। গণআন্দোলন যেদিন হবে সেদিনই জানবেন এই রাজ্যের কিছু হবে। সেজন্য সাবইকে এক হতে হবে।
এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, আমাকে মুখ্যমন্ত্রী করলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেব। পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ থাকবে না।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও মুখ্যমন্ত্রী হবার ইচ্ছা প্রকাশ করেছিলেন মিঠুন।
রাজ্য সরকারের উদ্দেশে তিনি বলেন, রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। সব ক্ষেত্রে দুর্নীতি ভরে গিয়েছে। শিক্ষা ক্ষেত্রে একের পর এক দুর্নীতি সামনে আসছে। এই মুহূর্তে রাজ্যের কোনও ভবিষ্যৎ দেখতে পাই না। রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ করতে গেলে সরকার পরিবর্তন করতে হবে।
মিঠুন চক্রবর্তী বলেন, বাংলায় যখনই কোনো ঘটনা ঘটেছে আমরা কিন্তু জেগেছি। তার প্রতিবাদ করেছি। কিন্তু এখন আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। কারণ যারা প্রতিবাদের সামনে থাকেন তাদের আত্মা বিক্রি হয়ে গেছে।
এ দিকে মিঠুনের এমন বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তী অত্যন্ত শ্রদ্ধেয়। কিন্তু তার মতো বিশ্বাসঘাতক মানুষ নেই। এক সময় মমতাকে যিনি বোন বলে সম্বোধন করতেন, এখন তার মুখেই উল্টো কথা।
মন্তব্য করুন