- আন্তর্জাতিক
- চাকরি ছেড়ে মালিকের বাসায় চুরি, গ্রেপ্তার ২
চাকরি ছেড়ে মালিকের বাসায় চুরি, গ্রেপ্তার ২

দীর্ঘদিন রাজধানীর বাবুবাজারের এক ফল ব্যবসায়ীর দোকানে কর্মচারী ছিলেন কুমিল্লার বাসিন্দা ওমর ফারুক। সপ্তাহখানেক আগে ওই চাকরি ছেড়ে দেন তিনি। এরপর মালিকের বাসায় চুরি করেন। হানা দিয়ে নিয়ে যান প্রায় ১০ লাখ টাকা ও ১০ লাখ টাকার স্বর্ণালংকার। তবে বেশিদিন মুক্ত বাতাসে থাকতে পারেননি তিনি। শনিবার কুমিল্লার মেঘনা থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ও তাঁর চাচা শরিফ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৭১ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
চুরির ঘটনার দিনই থানায় মামলা করেন ফল ব্যবসায়ী সাইফুল ইসলাম। এরপর সিসি ক্যামেরার ফুটেজ ও তদন্তে উঠে আসে– গত ২৯ মে সকাল ৯টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারের ১১/২ হায়বৎনগর লেনের বাড়িতে মুখে রুমাল ও ক্যাপ পরিহিত অবস্থায় প্রবেশ করেন দুই যুবক। ওই সময় বাসায় ছিলেন গৃহকর্তা সাইফুলের বৃদ্ধ স্ত্রী ও পুত্রবধূ। এরপর বাসার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে আটকে রেখে লুটপাট চালান তাঁরা।
পুলিশের কোতোয়ালি বিভাগের ডিসি জাফর হোসেন জানান, ঘটনার দিন সকালে বাসায় প্রবেশ করেই দুই যুবক দাবি করেন, তাঁরা ব্যবসায়ী সাইফুলের ছেলের বন্ধু। জরুরি একটি কাজে এসেছেন। এরপর অতিথিদের জন্য খাবার তৈরি করতে রান্না ঘরে যান সাইফুলের পুত্রবধূ। এই সুযোগে বাসার দুই বাসিন্দাকে একটি কক্ষে আটকে রেখে ১০ মিনিটের মধ্যে নগদ টাকাসহ মূল্যবান অলংকার হাতিয়ে নেন তাঁরা। অভিযুক্তদের শনাক্ত করার পর তাঁদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।
মন্তব্য করুন