ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড। ইংল্যান্ডের ওভালে ৭ জুন ম্যাচটি শুরু হবে।  

অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্পে পূর্ণ রান-আপেই বোলিং করেছেন হ্যাজলউড। কিন্তু বাঁ পায়ের গোড়ালিতে অস্বস্তিবোধ করছেন ডানহাতি এই পেসার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই অ্যাশেজ সিরিজ আছে। তাকে নিয়ে তাই সতর্ক অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। 

অস্ট্রেলিয়া বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘জস (হ্যাজলউড) খেলার সবুজ সংকেত দেওয়ার খুব খুবই কাছে। কিন্তু এটা তো কেবল এক ম্যাচের বিষয় নয়। পরেই নতুন সিরিজ আছে। যেহেতু সাত সপ্তাহে ছয়টি টেস্ট, আমাদের সকল পেস বোলারের সহায়তা নিতে হবে।’ 

অস্ট্রেলিয়া জাতীয় দলে ৩৩ বছর বয়সী পেসার মাইকেল নেসারকে যুক্ত করেছে। ২০২১-২২ অ্যাশেজ মৌসুমের পর ১২ মাসের বিরতি দিয়ে আবার জাতীয় দলে এই পেসার। তার বিষয়ে বেইলি বলেছেন, ‘আমাদের পেস বোলিং ইউনিটে তাকে পাওয়া দারুণ ব্যাপার।’