- আন্তর্জাতিক
- মাইন্ড ট্রেনার গেলে আসবেন সাইকোলজিস্ট
মাইন্ড ট্রেনার গেলে আসবেন সাইকোলজিস্ট

জাতীয় দলের বিদেশি কোচিং ও সাপোর্ট স্টাফ দিন দিন বাড়ছে। সম্প্রতি যোগ হয়েছেন ‘মাইন্ড ট্রেনার’। অস্ট্রেলিয়ান অ্যালান ব্রাউন শনিবার ঢাকায় পৌঁছে গতকাল থেকে হাতে-কলমে কাজ শুরু করেছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সঙ্গে করে নিয়ে এসেছেন তাঁকে।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, তামিম ইকবালদের সঙ্গে সশরীরে দু’সপ্তাহ কাজ করবেন তিনি। অনলাইন কাজ শুরু করেছেন আরও আগে। দলীয় কাজ শেষ হলে ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন অ্যালান।
তিনি চলে যাওয়ার পর আগস্টে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ান মনোবিদ ডক্টর ফিল জোন্স।
মন্তব্য করুন