আফগানিস্তানে স্কুলছাত্রীদের ওপর বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত শনি ও রোববার ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফগানিস্তানে সার-ই-পোল প্রদেশের দুটি স্কুলে। এর মধ্যে অসুস্থ ৬০ জনই নাশয়ানে কাবুদ স্কুলের এবং বাকিরা নওশান-ই ফৈজাবাদ স্কুলের শিক্ষার্থী।

এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

 সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দীন মোহাম্মদ নাজারি বলেছেন, কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে মেয়েরা ক্লাসে এলে বিষক্রিয়ার শিকার হয়। তিনি এ ঘটনার বিস্তারিত কোনো বিবরণ দেননি।

এ ছাড়া সেখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে বা এ ঘটনার পেছনে কারা রয়েছে, সে বিষয়েও কোনো তথ্য সামনে আনা হয়নি।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীদের শিক্ষা ও চাকরির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।