১৯৭৩। বলিউড অভিনেতা রাজেশ খন্না তখন খ্যাতির মধ্যগগনে। মাত্র ১৬ বছর বয়সে সাত দিনের আলাপে তাকে বিয়ে করেন অভিনেত্রী ডিম্পল কপাডিয়া। তবে একে পরে প্রহসনের বিয়ে বলে আখ্যায়িত করেন ডিম্পল। 

বিয়ের মাসখানেক পরে মুক্তি পায় ডিম্পল অভিনীত ছবি ‘ববি’। সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পায়। এরপর রাজেশ তাকে অভিনয় থেকে সরে আসতে বাধ্য করেন বলে অভিযোগ ডিম্পলের। 

ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। ডিম্পলের কথায়, সাত দিন খুব নিবিড় ভাবে চিনেছিলাম ওকে। আমদাবাদে একটা শো করতে গিয়েছিলাম চার্টার্ড বিমানে। রাজেশ আমার পাশে বসেছিল। কিন্তু একটা শব্দও উচ্চারণ করেনি। যখন বিমান অবতরণ করবে, ও হঠাৎ ঘুরে আমার চোখের দিকে তাকাল। বলল, ও চায় যে আমি ওকে বিয়ে করি।

তিনি বলেন, কিন্তু রাজেশকে বিয়ে করার দিন থেকেই সব শান্তি চলে গেল সংসারের। ও আমাকে অভিনয় থেকে সরে আসতে বাধ্য করেছিল। তখন বয়স অল্প ছিল। ‘ববি’ হিট করেছিল, কিন্তু সেটা যে কত গুরুত্বপূর্ণ তা বুঝিনি। 

১৯৮২ সালে আলাদা হয়ে যান এই জুটি। ডিম্পল মা-বাবার কাছে ফিরে আসেন। তবে আইনত কখনো বিবাহবিচ্ছেদ হয়নি তাদের। 

২০১২ সালে মারা যান রাজেশ। মৃত্যুর আগে এই অভিনেতা বলেছিলেন, আমরা যদিও আলাদা থাকি, তবে আমাদের তো বিচ্ছেদ হয়নি কখনও।

/এইচকে/