- আন্তর্জাতিক
- ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন চার রোহিঙ্গা
৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন চার রোহিঙ্গা

ফাইল ছবি
টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার রোহিঙ্গা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। সোমবার রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ডি-২০ ব্লকের একটি দোকানের সামনে থেকে দুই কিশোরসহ পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
অপহৃত ব্যক্তিদের পরিবার জানায়, দুর্বৃত্তরা এই পাঁচজনের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় গত শনিবার রাতে অপহৃত পাঁচজনের একজন জাহাঙ্গীর আলমের বাঁ হাতের কবজি কেটে এলাকায় পাঠানো হয়। মুক্তিপণ না দিলে বাকি চারজনের পরিণতি আরও ভয়াবহ হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। দরকষাকষি শেষে সোমবার পাঁচ লাখ টাকা দেওয়া হলে ওই চারজনকে ছেড়ে দেয় তারা। আহত জাহাঙ্গীর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফিরে আসা চার রোহিঙ্গা হলেন– আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি-২২-এর বাসিন্দা মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সুলতান, আবদুল্লাহ ও আনোয়ার ইসলাম। তবে ফিরে এসে তারা কেউই মুখ খুলছেন না। তাঁদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক ও পুলিশ সুপার জামাল পাশা।
এক রোহিঙ্গা নেতা সমকালকে বলেন, জাহাঙ্গীরের হাতের কবজি কাটার ঘটনায় অপহৃত পরিবারগুলোয় আতঙ্ক বিরাজ করছিল। এ কারণে বিভিন্নজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা সংগ্রহ করে মুক্তিপণ দেওয়া হয়।
কবজি হারানো জাহাঙ্গীর আলম সমকালকে জানান, ডি-২০ ব্লকের রোহিঙ্গা রহিম উল্লাহর দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন তারা। রাত ৮টার দিকে মুখোশ পরা ২০-২৫ জন সন্ত্রাসী তাদের পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্গম পাহাড়ে নিয়ে যায়। সবাইকে তারা কাঠের লাঠি দিয়ে বেধড়ক পেটায়। রাতভর চলে নির্যাতন। এক পর্যায়ে তাঁর (জাহাঙ্গীর) বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে তারা। বিচ্ছিন্ন করা হাতটি পলিথিনে মুড়িয়ে তার হাতেই ধরিয়ে দিয়ে চারজনের জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মন্তব্য করুন