- আন্তর্জাতিক
- ওয়েস্টিন ঢাকায় মাসব্যাপী খাবারের উৎসব
ওয়েস্টিন ঢাকায় মাসব্যাপী খাবারের উৎসব

দি ওয়েস্টিন ঢাকা মাসব্যাপী নানাবিধ খাবারের আয়োজন করেছে। দেশি আম থেকে শুরু করে দেশি-বিদেশি সামুদ্রিক মাছসহ নানা রকমের কাবাবের আয়োজনে চলছে তাদের বিভিন্ন আউটলেটে। গ্রাউন্ড লবিতে অবস্থিত, ‘দ্য ডেইলি ট্রিটস’ রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে সামার ফ্রুটি ডিলাইটস, যেখানে পাওয়া যাবে নানা রকমের গ্রীষ্মকালীন ফলের শরবত, স্মুদি, সালাদ, স্যান্ডউইচসহ আরও অনেক কিছু। উৎসব চলবে আগামী ২০ জুন পর্যন্ত।
লেভেল ফাইভে অবস্থিত স্প্ল্যাশ রেস্টুরেন্টে চলছে লেবানিজ কাবাবের প্রচারণা উৎসব। পাশাপাশি ২৩ তলায় অবস্থিত ইতালিয়ান রেস্টুরেন্ট প্রেগোতে চলছে সামুদ্রিক খাবারের উৎসব; যেখানে লবস্টার থেকে শুরু করে কিং প্রণ, স্যামন, কোরাল, কাঁকড়া, অক্টোপাসসহ আরও হরেক রকমের সামুদ্রিক খাবারের আয়োজন আছে। কাবাব এবং সামুদ্রিক খাবারের প্রচারণা উৎসবটি চলবে ১৫ জুন পর্যন্ত। এ ছাড়া ১১ জুন শুরু হতে যাচ্ছে থাই খাবার প্রচারণা উৎসব।
বিষয় : খাবারের আয়োজন ওয়েস্টিন ঢাকা
মন্তব্য করুন