- আন্তর্জাতিক
- একশ’র পরেই অলআউট আফগানরা
একশ’র পরেই অলআউট আফগানরা

আফগানদের ধসিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি
শ্রীলঙ্কা সফরে এসে শুরুতেই স্বাগতিকদের ভড়কে দিয়েছিল আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল জয় দিয়ে। পরের ম্যাচে আফগানদের উড়িয়ে সিরিজে ফেরে দাশুন শানাকার দল।
বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আফগানদের ১১৬ রানে অলআউট করে দিয়েছেন দুশমন্ত চামিরা-হাসারাঙ্গারা।
হাম্বানতোতায় টস জিতে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে হাসমতুল্লাহ শাহেদির আফগানিস্তান। ৪৮ রানে ৪ উইকেট হারায় দলটি। ব্যর্থ হয়ে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (৮), রহমত শাহ (৭), শাহেদি (৪) ও ওপেনার ইব্রাহিম জাদরান (২২)।
ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগানরা। মোহাম্মদ নবী (২৩) ও গুলবাদিন নাঈব (২০) সেট হলেও দলকে বেশিক্ষণ ভরসা দিতে পারেননি। শেষ পর্যন্ত ২২.২ ওভারে অলআউট হয় দলটি।
শ্রীলঙ্কার হয়ে দুশমন্ত ৯ ওভারে ৬৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া লাহিরু কুমারা দুটি ও মাহেশ থিকসানা একটি উইকেট নিয়েছেন।
মন্তব্য করুন