- আন্তর্জাতিক
- ৭ ঘণ্টা পর আশুলিয়ার টুপি কারখানার আগুন নিয়ন্ত্রণে
৭ ঘণ্টা পর আশুলিয়ার টুপি কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়েছে টুপি (ক্যাপ) তৈরির একটি কারখানা। বুধবার ভোরে জিরানী বাজার এলাকার এক্সজাকো লিমিটেডের কারখানায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিটের চেষ্টায় ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন বলেন, ভোর পাঁচটার দিকে আগুনের সংবাদ পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে যোগ দেয় জিরাবো, সারাবো, কালিয়াকৈর থেকে আরও ৪টি ইউনিট এবং দুটি কমান্ড ভেহিক্যাল। তিনি বলেন, টানা ৭ ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, কারখানাটি অনেক বড় হওয়ায় ডাম্পিং করতে তাদের বিকেল ৪টা পর্যন্ত কাজ করতে হয়। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
আনোয়ার হোসেনের ভাষ্য, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বড় কারখানা হওয়ায় তাদের ইন্স্যুরেন্স করা আছে। তাই কারখানা কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি করবে।
মন্তব্য করুন