নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। 

আগুনে হাবিবুর রহমান হাবিব ও জাহাঙ্গীর আলম মজুমদার বসতঘরসহ পোল্টি ও চাউলের দোকান, মো. জাকির হোসেন মুদির দোকান ও গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া মো. জামাল মিয়া ও মো. আরব আলীর মুদির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মজুমদার সমকালকে জানান, টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে গেছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার এমদাদুল ইসলাম সমকালকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানানো হবে। 

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ও থানার ওসি আবুল কালাম।