- আন্তর্জাতিক
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শুকুর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লঞ্চঘাট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে জেলা আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার শুকুর আলী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের আনসার আলীর ছেলে। ৫ বছর কারাভোগের পর তিনি আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। নিহত মো. আল আমিন উপজেলার রংছাতি গ্রামে খোকা মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
পুলিশ জানায়, ২০১৩ সালে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় মো. আল আমিনের মোটরসাইকেলে দণ্ডপ্রাপ্ত শুকুর আলী কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দেন। তিনি আল আমিনের মোটরসাইকেল ভাড়ায় নেন। পথে নল্লাপাড়া নামক এলাকায় তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান শুকুর। এ ঘটনায় নিহতের বাবা খোকা মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। তদন্ত শেষে শুকুর আলী (৩৮), নাজিম মিয়া (৪৫) ও মো. মোজাম্মেল হককে (৪২) অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এ বছরের ৫ই এপ্রিল শুকুর আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। নাজিম ও মোজাম্মেলকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় শুকুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন