- আন্তর্জাতিক
- ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধীর মৃত সন্তান জন্ম
ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধীর মৃত সন্তান জন্ম

ফাইল ছবি
ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে ধর্ষণের শিকার ২১ বছর বয়সী এক বাক, শ্রবণপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত ৬ জুন ওই তরুণী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত সন্তান জন্ম দেন। পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছে।
ওই তরুণীর বাবা দাবি করেন, ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তাদের গ্রামের রিকশাচালক মো. ইসমাইল। সে বিবাহিত এবং দুই সন্তানের বাবা। বিষয়টি জানাজানি হয়ে গেলে ইসমাইল গত বুধবার তাঁকে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলতে চাপ দেয়। তবে তিনি এতে সম্মত হননি। এ ব্যাপারে প্রতিকার চাইতে তিনি চাঁদপুর ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার মুহিদের কাছে যান। কিন্তু চেয়ারম্যান বিষয়টিতে গুরুত্ব দেননি।
এ ব্যাপারে অভিযুক্ত ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চাঁদপুর ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার মুহিদ বলেন, দরিদ্র পরিবারের মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং কথা বলতে পারে না। সে আকারে ইঙ্গিতেও বোঝাতে পারছে নাু কে এ ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তার বাবা ও মাও বিষয়টি দেখেননি। তবে এখন পুলিশ বিষয়টি দেখছে। আশা করছি তদন্তে অভিযুক্ত ব্যক্তি শনাক্ত হবে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, মৃত শিশুটির ময়নাতদন্ত করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে ওই কিশোরীর বাবাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
মন্তব্য করুন