- আন্তর্জাতিক
- রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে 'মিশ্র অগ্রগতি'
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে 'মিশ্র অগ্রগতি'

ছবি: বিবিসি
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী যে পাল্টা আক্রমণ শুরু করেছে তাতে গত ২৪ ঘণ্টায় মিশ্র অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির
এক বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, কিছু এলাকায় ইউক্রেনীয় বাহিনী সম্ভবত ভালো অগ্রগতি ঘটিয়েছে এবং রুশ প্রতিরক্ষা ব্যুহের প্রথম স্তরটি ভেদ করতে সক্ষম হয়েছে। তবে অন্য কিছু জায়গায় তাদের অগ্রগতি ছিল অপেক্ষাকৃত ধীর গতির।
কিয়েভ বলছে, শুক্রবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে প্রচণ্ড লড়াই হয়েছে। ইউক্রেনীয় বাহিনী যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত বাখমুত শহরের কাছে আরও জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে।
রাশিয়া বলছে, এখন পর্যন্ত ইউক্রেনের পাল্টা অভিযান বা 'কাউন্টার-অফেন্সিভ' ব্যর্থ হয়েছে। শনিবার ব্রিটিশ সরকারের বিবৃতিতে রাশিয়ার অর্জনকে 'মিশ্র' বলে আখ্যায়িত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বদিকে রাশিয়ার দখল করে নেয়া ভূমি পুনর্দখল করার জন্য ইউক্রেনের বাহিনী এই সামরিক অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন