- আন্তর্জাতিক
- নারায়ণগঞ্জে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জের ঢালীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে আবু তাহের (৪০) নামের এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আবু তাহের স্থানীয় বাজারে ফল বিক্রেতা ছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর ইয়ার হোসেন, তার স্ত্রী লামিয়া, মেয়ে ফারজানা, আত্মীয় মঞ্জিল ও মোজাম্মেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্মগঞ্জের ঢালীপাড়া এলাকায় ইয়ার হোসেন ও জামাল মিয়া পাশাপাশি বসবাস করেন। শুক্রবার রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। প্রতিবেশী ফল ব্যবসায়ী আবু তাহের দুই পরিবারের ঝগড়া থামাতে যান। তখন ইয়ার হোসেনের স্ত্রী লামিয়া ও তার মেয়ে ফারজানাসহ পরিবারের লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফতুল্লা থানার ওসি রিজাউল হক দীপু জানান, ইয়ার হোসেনের স্ত্রী লামিয়া ও মেয়ে ফারজানা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন