- আন্তর্জাতিক
- বুড়িগঙ্গায় মিলল স্কুলছাত্রের লাশ
বুড়িগঙ্গায় মিলল স্কুলছাত্রের লাশ

প্রতীকী ছবি
স্যালুনে চুল কাটানোর কথা বলে শুক্রবার মায়ের কাছ থেকে ১০০ টাকার নোট নিয়ে বাসা থেকে বের হয় দশম শ্রেণির ছাত্র ইয়াসিন মাহমুদ মাহিম। এরপর থেকে সে ছিল নিখোঁজ। এক দিন পর শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা নাকি দুর্ঘটনা– তা নিশ্চিত নন পুলিশ, সহপাঠী ও স্বজনরা। মায়ের কাছ থেকে নেওয়া সেই ১০০ টাকা মিলেছে তার প্যান্টের পকেটে।
স্বজনরা জানান, মাহিমের বাসা কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায়। স্কুল শিক্ষক মা সাবিনা ইয়াসমিনের সঙ্গেই থাকত সে। তার বাবা দ্বিতীয় বিয়ে করে থাকেন রাজধানীর মিরপুর এলাকায়। মায়ের একমাত্র সন্তান মাহিম কামরাঙ্গীরচরের হাসাননগরের হলিফেইথ কিন্ডারগার্টেনের দশম শ্রেণিতে পড়ত। ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না মা। কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারিয়ে ফেলছেন তিনি।
মাহিমের খালু রেজাউল করিম সোহাগ হোসেন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে চুল কাটানোর কথা বলে মাহিম বাসা থেকে বের হয়। চুল কাটিয়ে আজিমপুরে তার এক বন্ধুর দাওয়াতে মিলাদ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। বিকেলে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও পাওয়া যায়নি তাকে। রাতে কামরাঙ্গীরচর থানায় তার মা সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে এক নারীর কাছ থেকে জানতে পারেন, বুড়িগঙ্গায় লাশ ভাসছে। এরই মধ্যে নৌ পুলিশ লাশ উদ্ধার করে। স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেষ হালদার সমকালকে বলেন, বুড়িগঙ্গার ৫৪ ও ৫৫ নম্বর পিলারের মাঝামাঝি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। তার প্যান্টের পকেট থেকে ১০০ টাকার একটি নোট পাওয়া গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিল।
মাহিমের খালু রেজাউল করিম সোহাগ জানান, মাহিম ও তাদের বাসা একই এলাকায়। মাহিমের মা একটি স্কুলের সহকারী শিক্ষক। বেশিরভাগ সময় মাহিম তাদের বাসায় থাকত। এলাকায় তার কোনো শত্রু আছে বলে তার জানা নেই। এলাকায় ভদ্র ছেলে হিসেবে সে পরিচিত। সে চুল কাটাতে স্যালুনে যায়নি। বাসার পাশেই বুড়িগঙ্গা নদী। সাঁতার না জানায় সে কখনও নদীতে গোসল করতে নামেনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাহিমের মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
মন্তব্য করুন