গাজীপুরের টঙ্গীতে মোশারফ হোসেন (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাগাড় ফরিদ খান রোডের বিবি মরিয়ম স্কুলের পেছনে অজ্ঞাতপরিচয় হিসেবে ওই মরদেহ পাওয়া যায়। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডি।

মোশারফ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার কুড়িহাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বেশ কিছুদিন ধরে তিনি টঙ্গীতে থাকতেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, কয়েক দিন ধরে ওই এলাকার মাদকসেবীদের সঙ্গে মোশারফকে ঘুরতে দেখেছেন।

পুলিশ জানায়, শনিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকার লোকজনের মাধ্যমে অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা লাশের সংবাদ পায় তারা। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে। পিবিআই ও সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ওই যুবক মাদকের কারবারে জড়িত কিনা, তা জানা যায়নি। তবে তাঁর প্যান্টের পকেটে মাদক সেবনে ব্যবহৃত আলামত পাওয়া গেছে। মাদকসংক্রান্ত বিষয়ে তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।