প্রকাশ্যে ফিরলো ইসরায়েলের রাজনৈতিক বিভক্তি
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ (ছবি-বিবিসি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ১৩:২৪ | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ | ১৪:১৩
ইসরায়েলের গভীর রাজনৈতিক বিভাজন প্রকাশ্যে ফিরে এসেছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর শোকের বিহ্বলতায় দেশটির রাজনৈতিক বিভক্তি কিছু সময়ের জন্য দূরে ছিল। নিরাপত্তার প্রশ্নে জাতীয় ঐক্যের মনোভাবও জোরালো হয়েছিল। তবে তা আর বেশি দিন টিকলো না। মাস ছয়েক পরই হাজার হাজার বিক্ষোভকারী আবারও নেমে পড়লো রাস্তায়। গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে রোববার সন্ধ্যায় জেরুজালেমের রাস্তায় নেমে পড়েন হাজার হাজার বিক্ষোভকারী। দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চাইছেন তারা।
গাজায় এখনও বন্দী ১৩০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার জন্য অবিলম্বে চুক্তির আহ্বান জানিয়ে সরকারের পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। জিম্মিদের মধ্যে অজ্ঞাত সংখ্যক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি ছাড়া এ যুদ্ধ যত দীর্ঘ হবে ততই মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন জিম্মিদের পরিবার।
রোববার সন্ধ্যায় ইসরায়েলি পার্লামেন্টের চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হন। কাতিয়া আমরজা নামে এক ব্যক্তি যার ছেলে ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে গাজায় যুদ্ধে রয়েছে তিনি বলেন, ‘আজ সকাল আটটার পর থেকে আমি এখানে আছি। আমি নেতানিয়াহুকে বলছি, আপনি এখান (পার্লামেন্ট নেসেট) থেকে চলে যান। এই পার্লামেন্টে আর না ফিরলে আমি খুশি হবো।
তিনি বলেন, আমি সেসব লোকদের তার সঙ্গে পার্লামেন্ট ও সরকার থেকে চলে যেতে বলছি যাদের তিনি একে একে বেছে নিয়েছেন। তারা আমাদের সমাজে সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ।’
নেসেটের বাইরে একজন বিক্ষোভকারী হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডেভিড অ্যাগমন। তিনি একসময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র কার্যালয় পরিচালনা করতেন। তিনি বলেন, নেতানিয়াহু দেশকে নিরাপদ রাখতে পারেন অনেক ইসরায়েলির এমন বিশ্বাস ছিল। কিন্তু ৭ অক্টোবর হামাসের হামলার পর এ হিসাব-নিকেশ পাল্টে গেছে।
জেরুজালেমে শহরে সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মোকাবিলায় তাদের লক্ষ্য করে পুলিশ জলকামান ব্যবহার করেছে, দুর্গন্ধযুক্ত পদার্থও ব্যবহার করে। তবে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা তাদের দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন।