- আন্তর্জাতিক
- কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটের সহিংসতায় ৫ জন নিহত
কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটের সহিংসতায় ৫ জন নিহত

কেপটাউনে ট্যাক্সি ধর্মঘট। বিবিসির সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক রয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সপ্তাহব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ট্যাক্সি চালক ও মালিকরা জানিয়েছেন, ছোটখাটো অপরাধের জন্য তাদের যানবাহনকে টার্গেট করা হচ্ছে ও জব্দ করা হচ্ছে।
গত ৩ আগস্ট থেকে ধর্মঘট শুরু হওয়ার পর থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
মন্তব্য করুন