- আন্তর্জাতিক
- ১০০ কিলোমিটার দূরেও মিলছে মরদেহ
লিবিয়ায় বন্যা
১০০ কিলোমিটার দূরেও মিলছে মরদেহ
# মৃত্যু বেড়ে প্রায় ১১ হাজার ৩০০ # এখনও জীবিত সন্ধানের আশা রেড ক্রসের

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ডেরনায় ভয়াবহ ঝড় ও বন্যায় হাজার হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্রে। উদ্ধারও হচ্ছে হাজারো লাশ। কোনো কোনো লাশ ভূমধ্যসাগরের জোয়ার-ভাটায় ভেসে আসছে তীরে।
ঘটনাস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে প্রবল এই বন্যা। গতকাল শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৩০০ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ডেরনার পূর্ব দিকের টোব্রুক শহরের বাসিন্দা আলমনসোরি বলেছেন, বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়াদের লাশ সমুদ্র দিয়ে ভেসে যাচ্ছে। কোনো কোনোটি তীরে ভিড়ছে। তিনি জানান, তাঁর পরিবারের কয়েকজন ডেরনায় মারা গেছেন। তিনজন বেঁচে আছেন। টোব্রুকে আত্মীয়দের বাড়িতে তারা ঠাঁই নিয়েছেন।
ডেরনা শহর ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর না থাকায় তারা চলে এসেছেন। এদিকে, দূষিত পানি সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে মনে করেন লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুল জলিল। তিনি বলেন, শহরের পানি সরবরাহ ভূগর্ভস্থ কূপের ওপর নির্ভরশীল।
মন্তব্য করুন