- আন্তর্জাতিক
- মাহসা আমিনি নিহতের এক বছর
মাহসা আমিনি নিহতের এক বছর

ছবিটি গত ১০ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরান গ্র্যান্ড বাজার থেকে তোলা। হিজাব না পরা বা পুরো মাথা ঢেকে হিজাব না পরা এখন ইরানি নারীদের আন্দোলনের ভাষায় পরিণত হয়েছে। এক বছর আগে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ‘সঠিকভাবে’ হিজাব না পরার অপরাধে গ্রেপ্তার ও নির্যাতনে নিহত হন কুর্দি তরুণী মাহসা আমিনি। তাঁর মৃত্যু হিজাব ইস্যুতে আগে থেকেই ফুঁসতে থাকা ইরানি জনগণকে রাস্তায় নিয়ে আসে। অন্তত ৫৩৭ জন আন্দোলনকারী নিহত হন। আহতের সংখ্যা সহস্রাধিক। তবে ইরানের বিতর্কিত হিজাব আইন এখনও রয়েছে। ছবি : এএফপি
মন্তব্য করুন