ক্রিমিয়া ও মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার সকালে ক্রিমিয়ার ওপর চালানো ৬টি ড্রোন হামলা প্রতিহত করেছে মস্কো। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়, মস্কোয় ড্রোন হামলা চালানোর ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে একটি তেলের ডিপোতে আগুনও লেগেছে।

রোববারের হামলা প্রসঙ্গে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘ভোরে রাজধানীতে কমপক্ষে দুটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’ 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে অন্তত ৩০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল হয়েছে ৬ টি।