- আন্তর্জাতিক
- ছোট ভাইকে হত্যার পর লুকিয়ে রাখেন পাহাড়ে
ছোট ভাইকে হত্যার পর লুকিয়ে রাখেন পাহাড়ে

আটক ইউনুছ
বান্দরবানের লামা উপজেলায় লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাই মো. আবদুর রশিদকে (২২) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
আবদুর রশিদ ফাইতং ইউনিয়নের মধ্যম রাঙ্গারঝিরিপাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. ইউনুছকে (২৪) আটক করেছে পুলিশ। আসামি করে মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যম রাঙ্গারঝিরির বাসিন্দা আবুল কালামের চার ছেলে ও এক মেয়ে। তার বড় ছেলে মো. ফিরোজ (৪০) সৌদিপ্রবাসী। ছোট ৩ ভাইয়ের কাছে বিভিন্ন সময় প্রবাসী বড় ভাই মো. ফিরোজ টাকা পাঠাতেন। এ টাকার হিসাব নিয়ে রোববার রাত পৌনে ১০টার দিকে মধ্যম রাঙ্গারঝিরি সড়কের ওপর মো. ইউনুছ ও আবদুর রশিদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউনুছ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ছোট ভাই আবদুর রশিদ। পরে রশিদের লাশ পাশের পাহাড়ে লুকিয়ে রাখেন ইউনুছ।
এদিকে রাতে আবদুর রশিদ ঘরে না ফিরলে পরদিন সোমবার রাতে স্বজনদের সহায়তায় পাহাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন ইউনুছ। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছোট ভাই রশিদকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন ইউনুছ। পরে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে লামা থানার ওসি মো. শামীম শেখ বলেন, টাকার হিসাব নিয়ে বড় ভাই ইউনুছের লাঠির আঘাতে আবদুর রশিদ নিহত হয়েছেন। আবদুর রশিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন