‘গণতন্ত্র রক্ষার তাগিদেই’ ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্যকালে গত সোমবার তিনি বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কারণ- গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।’ খবর এএফপি’র।

ডেমোক্র্যাট এই নেতা আরও বলেন, তিনি স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না। ইউক্রেন ও কোভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তাঁর অভিজ্ঞতা সহায়ক হয়েছে বলে মনে করেন বাইডেন। তবে মতামত জরিপে দেখা গেছে, আমেরিকান ভোটাররা আগামী নির্বাচনে বাইডেনের বয়স নিয়ে উদ্বিগ্ন।