ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

ফরিদপুরে আরও ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

ফরিদপুরে আরও ৪  ডেঙ্গু রোগীর মৃত্যু

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১২

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হওয়া আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে এ রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ রোগী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮ জনে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮২১ জন।


মারা যাওয়া ব্যক্তিরা হলেন– ফরিদপুরের নগরকান্দার মোহাম্মদ আলীর মেয়ে সাবিহা (১০), ভাঙ্গা পীরেরচর গ্রামের সেকেন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর (২৩), সালথার জুয়েল শেখের ছেলে কথান শেখ (৩২) ও বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মোস্তফা শেখের স্ত্রী শিউলি বেগম (৩৫)।  বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ওয়াসিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। শনিবার দুপুরে ভর্তি হয়েছিলেন কথান শেখ, মঙ্গলবার রাতে তিনি মারা যান। রোববার বিকেলে ভর্তি হয়েছিল শিশু সাবিহা, মঙ্গলবার রাতে সে মারা যা। অপর রোগী শিউলি মঙ্গলবার বিকেলে ভর্তি হয়ে বুধবার ভোররাতে মারা যান।

ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, আমরা শুধু সরকারি হাসপাতালের তথ্য জানাতে পারি। এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মারা যাওয়া ৩৮ জন রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ২৭৩ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেনহাজার ৪১৪ জন। 

আরও পড়ুন