ভারতের কাছে শেষ মুহূর্তে হারল বাংলাদেশ
-samakal-650c2d4795c66.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৭
ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও পয়েন্ট আদায় করতে পারলো না বাংলাদেশ। ৮২ মিনিট পর্যন্ত ভারতের আক্রমণ মোকাবেলা করেছেন বাংলাদেশের রক্ষণভাগ। ছেত্রীদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন মিতুল মারমা। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিনি। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জিতল ভারত। বাংলাদেশের এই হারে ভেস্তে গেল এশিয়াডে টিকে থাকার লড়াই।
ম্যাচের ১১ মিনিটে সহজ এক হেডে সুযোগ হারান ভারত অধিনায়ক। ভারতের আক্রমণে প্রথমার্ধে তেমন বলই পায়নি বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে টানা তিনবার ভারতকে গোল বঞ্চিত করেছেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ৪৫ মিনিটে সুনীল ছেত্রীর শট ঠেকান মিতুল, ফিরতি বলে শট নেন আবদুল রবি। মিতুল ফেরান সেই শটও। সেখান থেকে আয়ুষ দেব ছেত্রীর ভলিতে হেড নেন সুযোগের অপেক্ষায় থাকা ফরোয়ার্ড রাহুল প্রাভিন। মিতুল ফিস্টে ঠেকান সেই শটও।
খেলার ৬৪ মিনিটে ব্রাইস ফাউলের শিকার হলে বিপজ্জনক জায়গায় ভারত ফ্রি-কিক পায়। কিনশের শট বারে লেগে ফেরে। ম্যাচের ৮৩ মিনিটে ব্রাইসকে ফাউল করেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে কয়েকজন খেলোয়াড় সিদ্ধান্তের বিরুদ্ধে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন। মজিবুর রহমান জনি দেখেন হলুদ কার্ড। মিনিট দুই পর ভারতের তারকা সুনীল ছেত্রি লক্ষ্যভেদ করেন।
প্রথম ম্যাচে হাসান মুরাদ নিজেদের জালেই বল জড়িয়ে দেয়ায় মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- সুনীল ছেত্রী
- এশিয়ান গেমস