ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ফক্স চেয়ারম্যানের পদ ছাড়ছেন রুপার্ট মারডক

ফক্স চেয়ারম্যানের পদ ছাড়ছেন রুপার্ট মারডক

রুপার্ট মারডক। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৬

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা নিতে যাচ্ছেন মিডিয়া মুঘল খ্যাত রুপার্ট মারডক।

৯২ বছর বয়সি মারডক প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে এক ঘোষণায় বলেছেন, তাঁর জন্য ‘এটিই সঠিক সময়’ অন্য দায়িত্বে নজর দেওয়ার।

১৯৯৬ সালে ফক্স নিউজ চালু করেন মারডক। দিনে দিনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকনন্দিত সংবাদ চ্যানেলে রূপ নেয় ফক্স।

এর আগে মার্কিন মিডিয়া মুঘল মারুডক তাঁর ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন নামের দুটি প্রতিষ্ঠানকে একীভূত করার কথা বলেছিলেন। কয়েক মাস পরই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

চেয়ারম্যানের পদ ছেড়ে তিনি দুটি প্রতিষ্ঠানের ‘চেয়ারম্যান এমিরেটাস’ হিসেবে থাকবেন।

আরও পড়ুন