ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

নারী ঘর সামলাবে, মনে করেন না ৯১% ব্রিটিশ

নারী ঘর সামলাবে, মনে করেন না ৯১% ব্রিটিশ

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২২

পুরুষ অর্থ উপার্জন করবে আর নারীর কাজ ঘরবাড়ি দেখাশোনা করা– এমনটি মনে করেন না ৯১ ভাগ ব্রিটিশ নাগরিক। সম্প্রতি সোশ্যাল অ্যাটিটিউড সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। যদিও ১৯৮০-এর দশকে নারী ঘর সামলাবে আর পুরুষ অর্থ উপার্জন করবে এমনটা মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ। এখন তা নেমে এসেছে মাত্র ৯ শতাংশে। খবর: বিবিসি’র

অর্ধশত বছরে তাদের মধ্যে লিঙ্গ ভূমিকার বিষয়ে ব্যাপক পরিবর্তন হয়েছে। তবে এখনও বাসাবাড়িতে নারীরাই পুরুষের চেয়ে বেশি কাজ করেন বলে উঠে এসেছে জরিপে।

একইসঙ্গে পুরুষ ও নারী– উভয়েরই পরিবারের আয়ে অবদান রাখা উচিত বলে মনে করেন ৭০ ভাগ পুরুষ। অথচ ১৯৮৯ সালে এমনটা মনে করতেন মাত্র ৫০ ভাগ উত্তরদাতা।

সমীক্ষায় অংশ নেওয়া ব্রিটিশদের তিন-চতুর্থাংশেরও বেশি উত্তরদাতা মনে করেন ঘরবাড়ির কাজ ভাগ করে করা উচিত। দুই-তৃতীয়াংশ বলেছেন, নারীরা ধোয়া ও ইস্ত্রি করার কাজ বেশি করেন পুরুষের চেয়ে। বেশির ভাগ অংশগ্রহণকারী এও বলেছেন, নারীরা এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার কাজ করেন পুরুষের চেয়ে বেশি।

৬৩ শতাংশ নারী বলেছেন, তারা বাড়ির কাজে পুরুষের অংশের চেয়ে বেশি করেছেন। মাত্র ২২ শতাংশ পুরুষ বলেছেন, তারা বেশির ভাগ বোঝা কাঁধে বহন করেছেন। ৩২ ভাগ পুরুষ স্বীকার করেছেন, যে পরিমাণ ঘরের কাজ করা উচিত তার চেয়ে কম করেন।

আরও পড়ুন