প্রথম দিন ভারতে গেল ৭৭ টন ইলিশ

বেনাপোল দিয়ে রপ্তানি শুরু। ছবি-সমকাল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৩১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৩১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম দিন ভারতে গেল ৭৭ টন ইলিশ। বৃহস্পতিবার ইলিশভর্তি ট্রাকগুলো ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। এদিন বিকেলে কাস্টমস এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষে রপ্তানি কার্যক্রম শুরু হয়।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলি মোল্লাহ বলেন, প্রথম দিন ৭৭ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ ডলার (১ হাজার ১০০ টাকা) মূল্যে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান বলেন, সাতটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৭৭ টন ইলিশ রপ্তানির জন্য ছাড়পত্র দেওয়া হয়। বিকেল থেকে শুরু হয় এ কার্যক্রম।
এর আগে বুধবার দুর্গাপূজা উপলক্ষে ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ইলিশ রপ্তানির চিঠি না আসায় কোয়ারেন্টাইন ছাড়পত্রের জন্য বুধবার রাতে রপ্তানি হয়নি। ছাড়পত্রের অনুমতি পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রপ্তানি কার্যক্রম শুরু হয়। অনুমতির মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে।