ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন: বেয়ারবক

জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন: বেয়ারবক

ছবি: রয়টার্স

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:১৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:১৮

জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করতে উঠে মঞ্চটির আমূল পরিবর্তনের দাবি জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বলেছেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের

বেয়ারবক বলেছেন, 'এবিষয়ে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এবিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন।'

জি-৪ এর দেশগুলির সঙ্গে একটি বৈঠকেও যোগ দিয়েছিলেন বেয়ারবক। ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানকে জি-৪ দেশ বলা হয়। এরা সকলেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে চায়। এরজন্য একে অপরকে সাহায্যও করে দেশগুলি। তাদেরই বৈঠক ছিল বৃহস্পতিবার। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে দেশগুলির প্রতিনিধিদের।

আরও পড়ুন