বার্সার শোকেসে মেসির সব অর্জন
-samakal-650e6665bf5f7.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:১৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:১৫
ক্লাব ক্যারিয়ারে সব ধরনের শিরোপা জিতেছেন। বাকি ছিল বিশ্বকাপ। সেই শূন্যতাও পূরণ হয়েছে, যা নিয়ে গর্বিত লিওনেল মেসি। সাতবার ব্যালন ডি’অর, একাধিক গোল্ডেন বুট, চ্যাম্পিয়ন্স লিগসহ বেশিরভাগ পুরস্কারই মেসি জিতেছেন বার্সার হয়ে।
আর্জেন্টাইন এই মহাতারকা এখন ইন্টার মায়ামিতে। তবে সেসব অর্জন এখনও বার্সার শোকেস। এসব নিয়ে মেসির দুশ্চিন্তা নেই। তার কাছে মনে হয় ট্রফিগুলো বার্সার জাদুঘরেই নিরাপদ, ‘যা কিছু জিতেছি, সেগুলো বার্সেলোনায় আমার জাদুঘরে রাখা আছে। বল থেকে শুরু করে গোল্ডেন বুট, জার্সি সবকিছুই আছে।’
কয়েক দিন পর আরেকটি ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। সেখানে মেসির জেতার সম্ভাবনাই বেশি। এসব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘সত্যিটা আমি এর আগেও বলেছি। হ্যাঁ, এসব পুরস্কার অবশ্যই ভালো স্বীকৃতি। তবে আমি খুব সৌভাগ্যবান, সবকিছু জিততে পেরেছি। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছি। এগুলো বেশি গুরুত্বপূর্ণ, তারপর ব্যক্তিগত পুরস্কার আসবে। তবে যে কথাটা বললাম– হ্যাঁ, এসব পুরস্কার (ব্যালন ডি’অর) অবশ্যই ভালো স্বীকৃতি। পেতেও ভালো লাগে। কিন্তু অন্যগুলো (দলীয় ট্রফি) বেশি গুরুত্বপূর্ণ।’