ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

ব্যাংককে গুলিতে নিহত ২, গ্রেপ্তার কিশোর

ব্যাংককে গুলিতে নিহত ২, গ্রেপ্তার কিশোর

অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি-বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৩:২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় ২ জন নিহত আর গুলি ছোড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ব্যাংককের সিয়াম প্যারাগন নামের শপিংমলটিতে হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পান কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ ও দোকানিরা।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, শপিংমলে অস্ত্রধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত অস্ত্রধারী ১৪ বছর বয়সী একজন কিশোর। সে একটি হ্যান্ডগান ব্যবহার করে এমন ঘটনা ঘটিয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন