ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

দক্ষিণে মলভর্তি বেলুন পাঠাল উত্তর কোরিয়া

দক্ষিণে মলভর্তি বেলুন পাঠাল উত্তর কোরিয়া

মলভর্তি ২৬০টি বেলুন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২০:৪৪

দক্ষিণ কোরিয়ায় প্রোপাগান্ডা লিফলেট ও মলভর্তি গ্যাস বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। একের পর এক বেলুন এভাবে আসতে শুরু করায় দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বাধ্য হয়ে নাগরিকদের সতর্ক করে ঘরের ভেতর অবস্থান করতে বলেছে। এ ধরনের অন্তত ২৬০টি বেলুন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর বিবিসির। 

বুধবার দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে দেওয়া প্লাস্টিকের ব্যাগ সাধারণ মানুষকে স্পর্শ করতে নিষেধ করেছে। সতর্ক করে বলা হয়েছে, এগুলোর মধ্যে নোংরা বর্জ্য ও আবর্জনা রয়েছে।
 
দক্ষিণ কোরিয়ার ৯টি প্রদেশের আটিতেই উত্তর কোরিয়ার পাঠানো ওই সব বেলুন পাওয়া গেছে। কর্তৃপক্ষ সেগুলো পরীক্ষা করে দেখছে। সামরিক বাহিনীর প্রকাশ করা ছবিতে বেলুনের চারপাশে ছড়িয়ে থাকা আবর্জনা দেখা গেছে। একটি ছবিতে একটি ব্যাগের ওপর ‘মলমূত্র’ শব্দটি লেখা রয়েছে। 

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘আমরা উত্তরকে অবিলম্বে তার অমানবিক এবং নিম্ন শ্রেণির কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছি। তাদের কার্যক্রম স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আমাদের জনগণের নিরাপত্তার ওপর গুরুতর হুমকি। 

যদিও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এ হামলার পূর্ব সতর্কতা পেয়েছিল। উত্তর কোরিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কিম ক্যাং ইল গত রোববার এ-সংক্রান্ত এক বিবৃতিতে বলেন, শিগগিরই ময়লা-আবর্জনার স্তূপ সীমান্তের ওপারে এবং রিপাবলিক অব কোরিয়ার (দক্ষিণ কোরিয়া) ভেতর ছড়িয়ে দেওয়া হবে। এসব আবর্জনার স্তূপ সরানোর কাজ কতটা কষ্টসাধ্য, সেটা তাদের বুঝিয়ে দেওয়া হবে। 

১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উভয় কোরিয়া নিজেদের পক্ষে প্রোপাগান্ডা চালাতে গ্যাস বেলুন ব্যবহার করে আসছে। 

দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ং বিরোধীরা উত্তর কোরিয়ায় যেসব বেলুন পাঠিয়েছে, সেগুলোয় নানা জিনিসের মধ্যে নগদ অর্থ, নিষিদ্ধ ঘোষণা করা নানা মিডিয়া কনটেন্ট এবং চকো পাইও রয়েছে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নাশতা চকো পাই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। 

আরও পড়ুন

×