ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দিল্লির ৫২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা, ইতিহাসে সর্বোচ্চ

দিল্লির ৫২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা, ইতিহাসে সর্বোচ্চ

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২২:৫৮

ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ। বুধবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দুপুর আড়াইটার দিকে নয়াদিল্লির শহরতলি মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে রাজস্থান রাজ্যের মরুভূমিতে যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল, তা এবারের চেয়ে এক ডিগ্রি কম। ভারতের আবহাওয়া অধিদপ্তর বা আইএমডির উদ্ধৃতি দিয়ে এনডিটিভি এ খবর জানায়। 

আইএমডি বলছে, রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় ‘ভয়াবহ মাত্রার তাপদাহ’ চলছে। আগের দিন সোমবার মুঙ্গেশপুরেই ভারতের সর্বোচ্চ ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপমাত্রা এমন বেড়ে যাওয়া প্রসঙ্গে আইএমডির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, শহরতলির মুঙ্গেশপুর এলাকায় রাজস্থানের গরম হাওয়া এসে প্রথম লাগে। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, দিল্লির কিছু অংশে গরম হাওয়া এসে প্রথম আঘাত হানে, যা এরই মধ্যে খারাপ পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দিয়েছে। মুঙ্গেশপুর ছাড়াও নারেলা ও নাজাফগড়ে এ উষ্ণ হাওয়ার জেরে তীব্র তাপদাহ অনুভূত হয়। গতকাল নারেলার তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত দিল্লিতে মে-জুন মাসে যে তাপমাত্রা থাকে, গতকাল তা ছিল স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে দিল্লিতে ২০০২ সালে পারদ রেকর্ড ৪৯ দশমিক ২ ডিগ্রি পর্যন্ত ওঠে। তবে এ পরিস্থিতিতে বিকেলের দিকে দিল্লিতে কিছুটা বৃষ্টি হয়েছে।

চলমান তাপপ্রবাহের মধ্যে দিল্লির তিন কোটির বেশি মানুষের জন্য স্বাস্থ্যবিষয়ক ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আইএমডি। এতে বলা হয়, তীব্র গরমের কারণে যে কোনো বয়সের মানুষের অসুস্থ ও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে।

আইএমডি বলছে, আগামী কয়েক দিন দিল্লিতে তীব্র গরম আবহাওয়া থাকবে। এ সময় ভঙ্গুর স্বাস্থ্যের লোকজন, সদ্যোজাত শিশু, বৃদ্ধ ও দীর্ঘদিন ধরে রোগাক্রান্তদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সবাইকে ছায়ায় থাকা ও পানিশূন্যতা এড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি প্রচুর পানি পান ও খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ ও রাজস্থানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সে অনুযায়ী পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে রাতেও তাপমাত্রা বেশি থাকতে পারে।

আরও পড়ুন

×