ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রথমবার রাশিয়ার দেড়শ কোটি ইউরো ইউক্রেনকে দিল ইইউ

প্রথমবার রাশিয়ার দেড়শ কোটি ইউরো ইউক্রেনকে দিল ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪ | ২২:২৫

জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে দেড়শ কোটি ইউরো ইউক্রেনকে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার এই অর্থ স্থানান্তর করা হয়। ইউক্রেনকে সহায়তার জন্য প্রথমবারের মতো এই অর্থ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইইউ। ধাপে ধাপে আরও অর্থ ইউক্রেনকে দেওয়া হবে। এসব অর্থ দেশটির প্রতিরক্ষা খাত শক্তিশালী করা ও দেশ পুনর্গঠনে ব্যবহার করা হবে। খবর রয়টার্সের। 

এক বিবৃতিতে ইইউপ্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইইউ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আমরা জব্দকৃত রুশ সম্পদ থেকে দেড়শ কোটি ইউরো ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনের জন্য স্থানান্তর করেছি। ইউক্রেন ও পুরো ইউরোপকে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার জন্য রুশ অর্থের এর চেয়ে ভালো ব্যবহার আর হতে পারে না। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য ইইউর প্রতি কৃতজ্ঞ। এই অর্থ স্থানান্তর আমাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করবে। 

তবে রাশিয়া এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই ধরনের অবৈধ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অবশ্যই বিবেচনামূলক পদক্ষেপ গ্রহণের কারণ রয়েছে। 
 

আরও পড়ুন

×