ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে ধর্ষণের পর হত্যা

পশ্চিমবঙ্গে কর্মবিরতি থেকে সরছেন না চিকিৎসকরা

পশ্চিমবঙ্গে কর্মবিরতি থেকে সরছেন না চিকিৎসকরা

এতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে জ্যেষ্ঠ চিকিৎসকরাও যোগ দেন। ছবি: সংগৃহীত 

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ২১:২৯

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলন থেকে সরছেন না কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা। বুধবার কলকাতায় তারা আবারও মিছিল করেছেন। এতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে জ্যেষ্ঠ চিকিৎসকরাও যোগ দেন। 

এর আগে দুপুরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্য সরকারের কর্মকর্তারা। তবে ওই বৈঠকে ইতিবাচক কিছু ঘটেনি বলে স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন। সন্দীপ ঘোষের বদলির সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে স্বাস্থ্য ভবনের কর্মকর্তাদের আবেদন জমা দেন তারা। 

স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে চিকিৎসক প্রতিনিধিরা জানান, বৈঠকে তারা হতাশ। আন্দোলনকারীদের কথায়, ‘আমরা প্রথম দিন থেকে স্বাস্থ্য ভবনের কাছে কয়েকটা দাবি জানিয়ে আসছি। এখানে আমরা বিচার চাইতে আসিনি। আদালতের নির্দেশে তদন্ত চলছে। বৃহস্পতিবার সিবিআইকে উত্তর দিতে বলেছেন। তবে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম কিছু নির্দিষ্ট দাবি নিয়ে। আমরা এক ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু তারা মৌখিকভাবে জানিয়েছেন,  বিষয়টা ভেবে দেখবেন। কোনো আশ্বাস পাইনি। আমরা আন্দোলন চালিয়ে যাব।’

বার্তা সংস্থা পিটিআই জানায়, আর জি কর হাসপাতালে আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করতে রাজ্য সরকারের কাছে অনুমোদন চেয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্র এ-সংক্রান্ত একটি চিঠি রাজ্য সরকারের কাছে পাঠায়। 

ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ষষ্ঠ দিনের মতো বুধবারও ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আর জি কর হাসপাতালের সাবেক প্রধান ডা. সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে। তার পলিগ্রাফ টেস্ট নেওয়া হতে পারে। 

এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ৯ জন চিকিৎসককে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করে দেন। এতে টাস্কফোর্স ভারতে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সেই সঙ্গে মৌমিতা ধর্ষণের ঘটনায় তদন্তে কী বেরিয়ে এসেছে, সে সম্পর্কে দ্রুত প্রতিবেদন দিতে সিবিআইকে নির্দেশনা দিয়েছেন আদালত।

আরও পড়ুন

×