ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারে নির্বাচন

জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদের ঘোষণা জান্তাপ্রধানের

জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদের ঘোষণা জান্তাপ্রধানের

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৪৬

মিয়ানমারে আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামনে রেখে জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদ করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। রোববার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেনারেল মিন।

বৈঠক শেষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হ্লাইং বলেন, আগামী ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মিয়ানমারজুড়ে চলবে জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদের কাজ। আমাদের লক্ষ্য বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। নির্বাচনকে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার জন্য জনসংখ্যা ও ভোটার তালিকা হালনাগাদ থাকা প্রয়োজন। আমরা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজটি শেষ করতে পারব বলে প্রত্যাশা করছি।

এর আগে গত ১৭ জুন সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিতে মিয়ানমারের মান্দালয় শহরে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তিনি ২০২৫ সালে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গণতান্ত্রিক শাসনের দাবিতে আন্দোলন শুরু করে দেশটির জনগণের একটি বড় অংশ, নতুন করে সক্রিয় হওয়া শুরু করে জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীও। খবর ইরাবতীর।

whatsapp follow image

আরও পড়ুন

×