ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে গুলি করে ট্রেনের চার যাত্রীকে হত্যা

যুক্তরাষ্ট্রে গুলি করে ট্রেনের চার যাত্রীকে হত্যা

শিকাগো সাবওয়ে স্টেশনে একটি ট্রেন (ছবি-সিএনএন)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১০:০৫ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১০:১৩

যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি সাবওয়ে স্টেশনে ট্রেনের চার যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটিতে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছে পুলিশ। খবর- সিএনএন

স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেক যাত্রী। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিলো। এ সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়।

নিহতদের পরিচয় জানা যায়নি। গোলাগুলির ঘটনার তদন্ত করছে পুলিশ। সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 

গুলির এ ঘটনার কয়েক ঘণ্টা পর স্থানীয় রেড লাইনে ছুরিকাঘাতে আরেক যাত্রী গুরুতর আহত হয়। শিকাগো পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ৩৭ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে অজ্ঞাত একজনের ঝগড়ার একপর্যায়ে একটি ‌‘ধারালো বস্তু’ বের করে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ইলিনয় মেসোনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্দেহভাজন অপরাধীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। গোয়েন্দারা ঘটনাটির তদন্ত করছে।

বন্দুক সহিংসতায় তথ্য অনুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৮১টি গুলির ঘটনা ঘটেছে। ২০২৪ সালে দেশটিতে প্রতিদিন গড়ে ১.৫টি ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

whatsapp follow image

আরও পড়ুন

×